কাউন্সিলর খোরশেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
করোনায় মারা যাওয়া ব্যক্তির দাফন ও সৎকারসহ নানা কার্যক্রমে আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন এক নারী।
গতকাল রাত একটার দিকে ফতুল্লা মডেল থানায় সাঈদা আক্তার ওরফে সায়েদা শিউলি (৪০) বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। এতে আরটিএন ফেরদৌসি আক্তার রেহানা নামে আরেক নারীকেও আসামি করা হয়েছে।
ওই নারীর অভিযোগ, কাউন্সিলর খোরশেদ ফেসবুক লাইভে এসে তার বিরুদ্ধে আপত্তিকর, বানোয়াট ও মিথ্যা কাহিনী সাজিয়ে কুৎসা রটিয়েছেন। এতে তার মানহানি হয়েছে।
আজ সোমবার ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান দ্য ডেইলি স্টারকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত রাত একটার দিকে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সায়েদা শিউলি নামে এক নারী। যার বিরুদ্ধে এর আগে বিয়ের জন্য কাউন্সিলর খোরশেদকে ব্ল্যাকমেইল করার অভিযোগে জিডি করেছিলেন খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা।’
‘তবে শিউলি দাবি করেছেন- তিনি খোরশেদকে ব্ল্যাকমেল করেননি, বরং খোরশেদ এবং রেহানা সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভাবমূর্তি নষ্ট করেছে,’ যোগ করেন ওসি।
তিনি আরও বলেন, ‘ওই নারীর অভিযোগের ভিত্তিতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
Comments