নোয়াখালীতে অপহরণের ২০ ঘণ্টা পর শিশু উদ্ধার, গ্রেপ্তার ২
নোয়াখালীর সোনাইমুড়ী থেকে অপহৃত আড়াই বছরের শিশু নাজমুল হাসানকে অপহরণের ২০ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার দুপুরে নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামের জহির চৌধুরীর ছেলে মো. রাসেল (২৩) ও লক্ষ্মীপুর জেলার বাঞ্চানগর গ্রামের আবুল কাশেমের ছেলে মাসুদ আদনান (২৪)।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে সোনাইমুড়ী থানায় একটি মামলা হয়েছে।
জেলা পুলিশ সুপার জানান, গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে অপহরণকারী দোকান থেকে চকলেট কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে অপহরণ করে। পরে শিশটিরর মায়ের মোবাইলে ফোনে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে এবং এ ঘটনা পুলিশ কে জানালে শিশুটিকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। পরিবারের অভিযোগ পেয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার ভোর ৫টার দিকে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের সহায়তায় বাঞ্চানগর গ্রামে একটি ঘর থেকে শিশুটিকে উদ্ধার করে এবং দুই অপহরণকারীকে আটক করে।
সোনাইমুড়ি থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Comments