বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়
মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় বেড়েছে।
আজ মঙ্গলবার ঈদের চার দিন পর হাজারো মানুষ ঢাকাসহ আশেপাশের জেলাগুলোতে ফিরতে দেখা গেছে। ছোট-বড় ফেরিগুলোতে ঢাকামুখী মানুষ পদ্মা পার হচ্ছেন। কয়েকটি ফেরিতে শুধু যাত্রীর উপস্থিতি দেখা যায়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ ভোর থেকে এ নৌপথে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি চলাচল করছে।
বেশিরভাগ যাত্রীকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। তাদের অনেককে মাস্কও পরতে দেখা যায়নি।
যাত্রীদের কয়েকজন দ্য ডেইলি স্টারকে বলেন, শিমুলিয়া ঘাটে আসার পর তাদের সিএনজি-চালিত অটোরিকশা, অটোরিকশা, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলে করে ঢাকায় যেতে হচ্ছে। যানবাহনগুলোতে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে।
মাঝেমধ্যে কয়েকটি বাসও চলছে উল্লেখ করে তারা জানিয়েছেন, তবে, তা ঘাটে যাত্রীর সংখ্যার তুলনায় খুবই কম।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক মো. ফয়সাল আহমেদ ডেইলি স্টারকে বলেছেন, ‘বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ঢাকামুখী যাত্রীদের স্বাভাবিক চাপ আছে। চারটি ফেরিঘাট সচল আছে, যেখানে যাত্রীরা সরাসরি ফেরি পেয়ে যাচ্ছেন। শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় গাড়ি নেই। কম সময়ের মধ্যে যাত্রী ও যানবাহন পদ্মা পার হচ্ছে।
বাংলাবাজার ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘বাংলাবাজার ঘাটে পারের অপেক্ষায় গাড়ি নেই। কর্মস্থলে ফেরা মানুষের চাপ সামলাতে এই রুটে ১৭ ফেরি চলাচল করছে।’
Comments