পাটুরিয়া, আরিচায় আজও ঢাকামুখী মানুষের ভিড়

মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে আজ মঙ্গলবারও ঢাকামুখী মানুষের ভিড় দেখা গেছে।
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট। ছবিটি তোলা হয়েছে আজ সকাল সাড়ে ৯টায়। মে ১৮ ২০২১। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে আজ মঙ্গলবারও ঢাকামুখী মানুষের ভিড় দেখা গেছে।

আজ সকাল থেকেই রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ফেরিতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ও পাবনার কাজিরহাট ফেরিঘাট থেকে মানিকগঞ্জের আরিচা ঘাটে আসছেন দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ।

যাত্রীরা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ফেরি পারাপারে সমস্যা না থাকলেও কর্মস্থলে ফিরতে তাদের গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। গণপরিবহন চালু না থাকায় ছোটগাড়ির চালকদের হাতে তারা জিম্মি হয়ে পড়েছেন।

বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে ও অতিরিক্ত ভাড়া দিয়ে খোলা ট্রাক, পিকআপ ভ্যান, প্রাইভেটকার, মাইক্রেবাস, সিএনজি-চালিত অটোরিকশা, ব্যাটারি-চালিত অটোরিকশা, মোটরসাইকেল, রিকশা ও ভ্যানে চড়ে তারা ঢাকায় ফিরছেন বলেও জানিয়েছেন।

‘ঘাট এলাকা ও মহসড়কের শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা কাজ করছেন’ উল্লেখ করে মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম ডেইলি স্টারকে বলেন, ‘কোনো যাত্রী অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেনি। গণপরিবহন বন্ধ থাকায় তাদের অনেকেই হয়তো বেশি টাকা দিয়েই কর্মস্থলে ফিরছেন।’

বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোটবড় ১৬টি ও আরিচা-কাজিরহাট নৌপথে চারটি ফেরি চালু রয়েছে। যাত্রীদের সুবিধার কথা চিন্তা করেই সবগুলো ফেরি চালু রাখা হয়েছে।’

দিনে যাত্রী ও যানবাহন পার করা হচ্ছে। আর রাতে পণ্যবাহী গাড়ি পার করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

Comments

The Daily Star  | English
Income tax submission

Shahnaz Rahman among top taxpayers of FY 23

The Daily Star Editor Mahfuz Anam, Prothom Alo Editor Matiur Rahman also on the list

43m ago