সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দেশের উপকার হবে: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে দেশ-জাতি উপকৃত হবে।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে হেনস্থা ও মামলা দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদ জানিয়ে আজ সন্ধ্যায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দ্য ডেইলি স্টারকে এই কথা বলেছেন হানিফ।
তিনি বলেন, যে ঘটনা ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। এই ধরনের ঘটনা কখনো কাম্য নয়। সংবাদমাধ্যম সমাজের দর্পণ। সংবাদমাধ্যমে দেশের উন্নয়ন অগ্রগতি যেমন তুলে ধরা হয়, তেমনি দেশের প্রত্যন্ত অঞ্চলের সমস্যার কথাও সরকার সংবাদমাধ্যম থেকেই জানতে পারে। তার সরকার ও গণমাধ্যম একে অন্যের পরিপূরক।
রোজিনা ইসলামকে হেনস্থার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে হানিফ আরও বলেন, কিছু সংখ্যক দুর্নীতিবাজের কারণে সরকারকে বার বার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। আমি মনে করি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দেশ-জাতি উপকৃত হবে।
Comments