থেমে থাকা কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

Tangail_Accident_19May21.jpg
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আজ বুধবার সকালে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ ভোর পৌনে পাঁচটার দিকে মির্জাপুরের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাস রাস্তার পাশে থেমে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।’

নিহত ব্যক্তিরা হলেন— মাইক্রোবাসের চালক হাসান (৩০), তার সহকারী (হেলপার) ইমন (২৫) ও মাইক্রোবাসের যাত্রী গোলাম মওলা ওরফে শামীম (২৮)। আহত হয়েছেন শামীমের স্ত্রী মীম (২৪)। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোজাফফর হোসেন আরও বলেন, ‘নিহত শামীম ও তার মীমের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর থানা এলাকায়। ঈদ উদযাপন শেষে শামীম সস্ত্রীক তার কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছিলেন। মাইক্রোবাসচালকের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তিদের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।’

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago