বার্সায় একটি চক্রের সমাপ্তি হতে যাচ্ছে: ক্লাব সভাপতি
আরও একটি ব্যর্থ মৌসুম শেষ হতে যাচ্ছে বার্সেলোনার। যদিও এ মৌসুমে তারা একটি শিরোপা জিতেছে। কিন্তু তারপরও নিজেদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে দলটি। আর নতুন মৌসুমে সাফল্য আনতে দলে ব্যপক পরিবর্তনের ইঙ্গিত দিলেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। তাতে একটি চক্রের সমাপ্তি হতে যাচ্ছে বলেও জানান তিনি।
মৌসুমের শুরুটা নড়বড়ে হলেও চলতি বছরে দারুণ ঘুরে দাঁড়িয়েছিল বার্সা। এক পর্যায়ে লিগে টানা ১৭ ম্যাচ অপরাজিত ছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি। শেষ দিকে একের পর এক হোঁচটে শিরোপা লড়াই থেকে ছিটকেই পড়ে দলটি। তাতে কোচ রোনাল্ড কোমানের চাকুরি থাকা নিয়ে বড় সংশয় তৈরি হয়েছে।
তবে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে তা মৌসুমের শেষ ম্যাচ শেষ হলেই জানা যাবে বলে জানান লাপোর্তা, 'আমি আগেই বলেছিলাম যে ফলাফল এবং পারফরম্যান্সের উপর নির্ভর করে মৌসুম শেষে সবকিছুর মূল্যায়ন করব। আমরা কোপা দেল রে জিতেছ, এবং আমরা এটি নিয়ে গর্বিত। তবে আমরা চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই ছিটকে গিয়েছিলাম এবং লা লিগা থেকেও।'
'আমার দৃষ্টিকোণ থেকে, আপনি দেখতে পাবেন যে পরের সপ্তাহের শুরুতে অনেক সিদ্ধান্ত নেওয়া দরকার। আমরা তখন তাদের বিষয়ে মন্তব্য করব। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং চ্যাম্পিয়ন্স লিগ ও ঘরোয়া আসরে একটি প্রতিযোগিতামূলক দল গড়তে হবে।' -যোগ করেন বার্সা সভাপতি।
আর ভালো কিছু করতে কঠিন সিদ্ধান্তও নিতে হতে পারে তার ইঙ্গিত দেন লাপোর্তা, 'যখন আমি বলি যে এটি একটি চক্রের সমাপ্তি হতে যাচ্ছে, এর কারণ এটা আমি প্রয়োজনীয় বলে মনে করি।'
জানা গেছে এইবারের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলার পর আগামী সপ্তাহে কোচ কোমানের সঙ্গে আলোচনায় বসবেন লাপোর্তা। কোচের ভাগ্য নির্ধারণ হবে তখনই। এছাড়া দলের বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড়কে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। সে তালিকায় জেরার্দ পিকে, সের্জিও বুসকেতস, আতোঁয়ান গ্রিজমানের মতো খেলোয়াড়ও রয়েছেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো।
Comments