রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারে জাতিসংঘের উদ্বেগ

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
আদালতে সাংবাদিক রোজিনা ইসলাম। ছবি: ফাইল ফটো

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

গতকাল মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, ‘এটি স্পষ্টতই উদ্বেগজনক।’

জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত হয়েছে।

জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী ব্রিফিংয়ে সাংবাদিক রোজিনা ইসলামের বিষয়ে জানতে চাইলে মহাসচিবের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশে গ্রেপ্তারকৃত সাংবাদিককে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি নজর রাখছি।’

‘এটি স্পষ্টতই উদ্বেগজনক’, বলেও মন্তব্য করেন মহাসচিবের মুখপাত্র ডুজারিক।

তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের কোনোভাবেই হয়রানি বা শারীরিক নির্যাতন করা যাবে না। বাংলাদেশ কিংবা পৃথিবীর যেকোনো স্থানেই হোক না কেন সাংবাদিকদের মুক্ত ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে।’

‘বৈশ্বিক করোনা মহামারির এ সময়ে সাংবাদিকরা যে ভূমিকা রেখে চলছেন তা আমরা সবাই দেখছি’, উল্লেখ করে ডুজারিক বলেন, ‘সাংবাদিকরা যে অবস্থায় বা যেখানেই কাজ করুক না কেন, তাদের কাজের ক্ষেত্র বাধাহীন হতে হবে।’

আরও পড়ুন:

সাংবাদিক রোজিনার মামলা ডিবিতে

রোজিনাকে নিপীড়ন ও গ্রেপ্তারের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মানববন্ধন

সংবাদপত্রের কণ্ঠরোধের মানসিকতা থেকে রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা: সম্পাদক পরিষদ

সাংবাদিক রোজিনাকে হেনস্থাকারীদের বিচার ও মামলা প্রত্যাহারের দাবিতে ৫৭ নাগরিকের বিবৃতি

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দেশের উপকার হবে: হানিফ

চুরি-দুর্নীতি সমস্যা নয়, প্রকাশ করলে সমস্যা

রোজিনা ইসলামের প্রতি আচরণ স্বাধীন সাংবাদিকতার টুঁটি চেপে ধরার নামান্তর: টিআইবি

রোজিনাকে হেনস্তাকারীদের বিরুদ্ধে মামলা করবে পরিবার

স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে রিপোর্ট করায় আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে: রোজিনা

কারাগারে নেওয়া হচ্ছে সাংবাদিক রোজিনাকে

সাংবাদিক রোজিনার রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

সাংবাদিক রোজিনা আদালতে, ৫ দিনের রিমান্ড আবেদন

সাংবাদিক রোজিনার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা

সাংবাদিক রোজিনাকে হেনস্তা: শাহবাগ থানার সামনে সাংবাদিকদের বিক্ষোভ

সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে থানায় নেওয়া হয়েছে

Comments

The Daily Star  | English
VIP movements in Dhaka

VIP movements are Dhaka’s undiagnosed illness

If the capital's traffic condition makes you angry, you're normal

15h ago