সাতক্ষীরায় কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত ১১ জনের করোনা শনাক্ত

সাতক্ষীরায় কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গতকাল মঙ্গলবার তাদের নমুনা পরীক্ষা করা হয়।
স্টার অনলাইন গ্রাফিক্স

সাতক্ষীরায় কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গতকাল মঙ্গলবার তাদের নমুনা পরীক্ষা করা হয়।

আজ বুধবার সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্র জানায়, গত ৫ মে থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা ৩৩৭ জন বাংলাদেশিকে সাতক্ষীরা শহরের হোটেল আল কাসেম, হোটেল টাইগার প্লাস, হোটেল হাসান, হোটেল উত্তরা ও কালীগঞ্জ উপজেলার নলতা আহসানিয়া মিশনের রেস্ট হাউজে কোয়ারেন্টিনে রাখা হয়। মঙ্গলবার তাদের ১৪২ জনের ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হয়। তাদের ছেড়ে দেওয়ার আগে নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

তারা হলেন--মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দীপা মন্ডল (২৭), সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি গ্রামের সোনালী সুলতানা (৩২), আশাশুনি উপজেলার সন্তোষ কুমার মন্ডল (৪৩) ও আব্দুল মান্নান (৪৮), পাটকেলঘাটা উপজেলার দীপিকা রানী ঘোষ (৩০), বাগেরহাটের মনির মোল্লা (৪০), তার স্ত্রী সাহিদা বেগম (৩২) ও শিশু জাহিদ ইমরান (৫), খুলনার মো. আক্তার (৩০), কাজী আশিকুজ্জামান (৩০) এবং রংপুরের কাকুলি বেগম (২৮)।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েত দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই ১১ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হবে। ১৩১ জনের করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে ও ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হয়েছে। তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।'

যে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে তাদের করোনার ধরণ ভারতীয় কিনা প্রশ্ন করলে তিনি বলেন, 'তা এ মুহূর্তে বলা যাবে না। আরও পরীক্ষা করতে হবে।'

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago