রোজিনার মুক্তি দাবি রাজশাহীর ২ তৃণমূল আ. লীগ নেতার
রাজশাহীর তৃণমূল আওয়ামী লীগ নেতাদের অন্তত দুই জন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মধ্যে একজন রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্বাস আলী এবং অপরজন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
গতকাল মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে তারা এ দাবির কথা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের দেওয়া ভিন্ন ভিন্ন পোস্টেও সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়েছেন তারা।
পোস্টের বিষয়ে তারা জানান, সাংবাদিক নির্যাতনের ঘটনাটি তাদের মনে গভীরভাবে দাগ কেটেছে। যে কারণে বিবেকের তাড়নায় তারা পোস্টগুলো দিয়েছেন।
আব্বাস আলী তার পোস্টে সচিবালয়ে নির্যাতনের দুটি ছবি দিয়ে লিখেছেন, ‘স্বনামধন্য সাংবাদিক রোজিনাকে নিয়ে গতকাল থেকে যা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয় এবং সকল শিষ্টাচারের সীমা লঙ্ঘন করেছে।’
তিনি সরকারি নীতিনির্ধারকদের পরামর্শ দিয়ে লিখেছেন, ‘কালবিলম্ব না করে এখনই রোজিনাকে মুক্তি দিন এবং সরকারের প্রকৃত শুভাকাঙ্ক্ষীদের মধ্য থেকে উচ্চ পর্যায়ের একটা কমিটি করুন ঘটনাটি তিন দিনের মধ্যে তদন্ত করার জন্য।’
সরকারের কাছে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘মনে রাখবেন সবকিছুর একটা সীমা থাকা উচিত।’
আসাদুজ্জামান আসাদ তার পোস্টে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘আপনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সাংবাদিক নির্যাতন যারা করছে তারা কারা? এরা কি আপনার নেতৃত্বে এগিয়ে চলা বাংলাদেশের পক্ষে?’
তিনি রোজিনা ইসলামের মুক্তি দেওয়ার আহ্বান জানান। রোজিনার নির্যাতনের ঘটনাকে ‘ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য তিনি আরও বলেন, ‘এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিন’।
Comments