৪০টি অক্সিজেন জেনারেটর কেনার অনুমতি পেল কেন্দ্রীয় ঔষধাগার
দেশে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ায় অক্সিজেনের বর্ধিত চাহিদা মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৪০টি অক্সিজেন জেনারেটর মেশিন কিনতে যাচ্ছে কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি)।
আজ বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়ে কেন্দ্রীয় ঔষধাগারকে অনুমোদন দেওয়া হয়েছে।
এ সিদ্ধান্ত সম্পর্কে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, 'স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল সঠিক সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। কিন্তু, তারা তা করেনি। করোনা পরিস্থিতি বিবেচনা করে আমরা কেন্দ্রীয় ঔষধাগারকে ৪০টি অক্সিজেন জেনারেটর মেশিন কেনার অনুমোদন দিয়েছি।'
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, প্রতিটি অক্সিজেন জেনারেটর মেশিন দিয়ে একসঙ্গে ১০০ জন রোগীকে ২৪ ঘণ্টা উচ্চ প্রবাহের অক্সিজেন সরবরাহ করা সম্ভব।
এর আগে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশিদ আলম দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, 'এই জেনারেটরগুলো সহজে বহনযোগ্য এবং ব্যবহার করা সহজ। আমরা করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেন সরবরাহের চাহিদা বেড়ে যাওয়ার আশঙ্কায় এগুলো সংগ্রহ করছি।'
Comments