করোনার টিকা ছাড়া আবুধাবি প্রবেশ নিষেধ: নতুন বাধায় পিএসএল
অসমাপ্ত পিএসএলের বাকি খেলা শেষ করতে আরেকটি বাধার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সংযুক্ত আরব আমিরাতে বাকি অংশ আয়োজনে সূচি নির্ধারিত হয়ে থাকলেও আবুধাবি প্রশাসন জানিয়েছে করোনাভাইরাসের টিকা ছাড়া কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না।
পিএসএলের ২০ ম্যাচ বাকি আছে। করোনার কারণে স্থগিত হওয়ার আগে খেলা হয়েছিল পাকিস্তানেই। কিন্তু এখন নিজ দেশে আয়োজন সম্ভব না বলে জুনের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত আমিরাতের তিন ভেন্যুতে টুর্নামেন্ট নিয়ে এসেছিল পিসিবি। খেলা হওয়ার কথা দুবাই, আবুধাবি ও শারহাজতে।
এরমধ্যে পিএসএলের জন্য কয়েকটি ভাড়া করা বিমান ঠিক করে ফেলেছে পিসিবি। খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের নিয়ে লাহোর ও করাচি থেকে যাত্রা করবে বিমানগুলো। নিজ দেশের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফকে করোনার টিকাও দিয়ে দিয়েছে তারা।
কিন্তু সমস্যা হয়েছে আবুধাবি প্রশাসনের কঠোর নিয়মে। তারা জানিয়েছে, টিকা ছাড়া সেখানেই কেউই প্রবেশ করতে পারবেন না। পিএসএল আয়োজনে বিদেশি অনেক খেলোয়াড়, ক্রো, টেকনিশিয়ান আছেন। আছেন ভারতের টেকনিশিয়ানও। তাদের সবাইকে টিকা প্রদানের এখতিয়ার পিসিবির নেই।
এই পরিস্থিতিতে আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠক করেছে পিসিবি। বিষয়টি সমাধানের জন্য ২৪ ঘণ্টা সময়ও চেয়েছে তারা। পাশাপাশি ছয়টি ফ্রেঞ্চাইজির সঙ্গেও আলাপ চালিয়ে যাচ্ছে পাকিস্তান বোর্ড।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান জানিয়েছেন বর্তমান পরিস্থিতির হালনাগাদ, ‘ভার্চুয়াল সভায় পিসিবি ছয়টি ফ্রেঞ্চাইজির সঙ্গে কথা বলেছে। ১ থেকে ২০ জুন পিএসএলের বাকি থাকা ২০ ম্যাচ হওয়ার কথা সংযুক্ত আরব আমিরাতে। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা তাদের জানানো হয়েছে। আমরা আমিরাত ক্রিকেট বোর্ড ও আমিরাত সরকারের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছি।’
‘দলগুলোর মালিকরা আমাদের সঙ্গে একমত হয়েছেন বৃহস্পতিবারের আগে যদি আমরা কোন পরিষ্কার ধারণা না পাই তাহলে এই ২০ ম্যাচ স্থগিত করতে হবে।’
Comments