দর্শনা দিয়ে ফিরলেন আরও ১৩৩ বাংলাদেশি, করোনা পজিটিভ ২

চুয়াডাঙ্গার দর্শনা ও ভারতের গেদে চেকপোস্ট দিয়ে আজ বুধবার দেশে ফিরেছেন ১৩৩ বাংলাদেশি। এদের মধ্যে দুই জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে ভারত থেকে ফেরত আসা যাত্রীরা। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা ও ভারতের গেদে চেকপোস্ট দিয়ে আজ বুধবার দেশে ফিরেছেন ১৩৩ বাংলাদেশি। এদের মধ্যে দুই জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

বুধবার (১৯ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে দেশে আসেন তারা। 

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক ও করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক মনিরা পারভিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত থেকে গত তিন দিনে ২১৬ জন বাংলাদেশি দেশে প্রবেশ করেছেন। ছাড়পত্র ও করোনা নেগেটিভ সনদ নিয়ে আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা পর্যায়ক্রমে দেশে ফিরে আসবেন।

তিনি জানান, এ পর্যন্ত কোলকাতার বাংলাদেশ উপ-দূতাবাস থেকে ৪০৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

দর্শনা চেকপোস্টে হেলথ স্ক্রিনিং ও করোনাভাইরাস পরীক্ষা কাজে নিয়োজিত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, বুধবার দেশে আসা ১৩৩ জনের মধ্যে দুই জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্ত দু’জনই পুরুষ। তাদের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামে ও চট্টগ্রাম জেলার চানন্দইশ এলাকায়।

তিনি আরও জানান, এ নিয়ে এ চেকপোস্ট দিয়ে ফেরা ২১৬ জনের মধ্যে ৫ জনের করোনা শনাক্ত হলো। আক্রান্ত সবাইকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে রাখা হয়েছে। বাকি সবাইকে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও যুব উন্নয়ন ভবনের হোস্টেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago