গাজায় ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি সাংবাদিক নিহত

নিহত ফিলিস্তিনি সাংবাদিক ইউসেফ আবু হুসেইন। ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনি সাংবাদিক ইউসেফ আবু হুসেইন নিহত হয়েছেন। তার পরিবার ও সহকর্মীরা জানিয়েছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় তার বাড়িতে হামলা চালানো হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল জাজিরা জানায়, বুধবার ভোরে গাজায় একটানা বিমান হামলা চালায়। এতে চার ফিলিস্তিনি নিহত হন। নিহতদের একজন হলেন স্থানীয় ভয়েস অব আল-আকসা রেডিও স্টেশনের ব্রডকাস্টার সাংবাদিক হুসেইন।

নিহত সাংবাদিকের বাবা মুহম্মদ আবু হুসেইন জানান, শেখ রাদওয়ান এলাকায় তাদের পারিবারিক বাড়িটিতে প্রথমে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, এরপর আরও দুটি হামলা হয়।

তিনি বলেন, ‘আমরা বাড়ি থেকে বের হতে পেরেছিলাম। কিন্তু আমার ছেলে, ইউসেফ... নিহত হয়েছে।’

নিহত হুসেইনের পরিবার, প্রিয়জন এবং সহকর্মীদের প্রতি ‘আন্তরিক সমবেদনা’ জানিয়েছেন গাজার সরকারি তথ্য মন্ত্রণালয়ের প্রধান সালামা মারুফ।

ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেটও হুসেইনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং বলেছে, ‘এই অপরাধের জন্য ইজরায়েল দায়ী।’

Comments