ইতালিয়ান কাপ জিতল জুভেন্টাস

ছবি: সংগৃহীত

মৌসুমটা নিজের প্রত্যাশা মতো যায়নি। টানা নয় মৌসুম পর সিরিআর শিরোপা এবার হাতছাড়া করেছে তারা। এমনকি সেরা চারে থাকা নিয়েই সৃষ্টি হয়েছে বড় জটিলতা। তবে নিদারুণ এক হতাশার মৌসুমের শেষটা অবশ্য ভালোই গেল জুভেন্টাসের। আতালান্তাকে হারিয়ে ইতালিয়ান কাপ জিতে নিল তুরিনের ক্লাবটি।

বুধবার রাতে মাপেই স্টেডিয়ামে আতালান্তাকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। দেজান কুলুসেভস্কির গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের শেষ দিকে সমতা টানেন রুসলান মালিনভস্কি। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেন ফেদেরিকো চিয়েসা।

দুই মৌসুম পর ইতালিয়ান কাপ ঘরে তোলা জুভেন্টাসের এটি রেকর্ড ১৪তম শিরোপা। হতাশার মৌসুমেও এটা তাদের দ্বিতীয় শিরোপা। এর আগে চলতি বছরের শুরুতে নাপোলিকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ জিতেছিল দলটি।

সবচেয়ে বড় ব্যাপার ছিল দলের কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের বিদায়ী দিতে পেরেছে দলটি। চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এ গোলরক্ষক। হয়তো এ ফাইনালই ছিল ওল্ড লেডিদের জার্সিতে তার শেষ ম্যাচ।

এদিন অবশ্য মাঝ মাঠের দখল ছিল আতালান্তারই বেশি। ৫৭ শতাংশ বল পায়ে রাখে দলটি। তবে সে তুলনায় শট নিতে পারেনি তারা। ১১ শটের ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১৪ শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখে ওল্ড লেডিরা।

তবে চলতি মৌসুমে এবারই প্রথম আতালান্তাকে হারাতে পারল জুভেন্টাস। এর আগে সিরিআর ম্যাচে প্রথম দেখায় ১-১ ড্রয়ের পর আতালান্তার মাঠে ১-০ গোলে হেরে ফিরেছিল তারা। ইতালিয়ান কাপের ফাইনালে তাদের হারিয়েই প্রতিশোধ নিল দলটি।

ম্যাচের শুরুতে অবশ্য একক আধিপত্যই ছিল আতালান্তার। বেশ কিছু গোছানো আক্রমণ করেও গোল পায়নি দলটি। ধারার বিপরীতেই ৩১তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। ডি-বক্সে বাধার মুখে রোনালদো বল হারালে জটলার সৃষ্টি হয়। আলগা বল পেয়ে ডান প্রান্তে ফাঁকায় থাকা কুলুসেভস্কিকে পাস দেন ম্যাককিন। নিখুঁত এক কোণাকুণি শটে জাল খুঁজে নেন এ সুইডিশ ফরোয়ার্ড।

১০ মিনিট পরই মালিনভস্কির গোলে সমতায় ফেরে আতালান্তা। ডান প্রান্ত থেকে হাতবোয়েরের কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে গোলরক্ষক বুফনকে পরাস্ত করেন ইউক্রেনের এ মিডফিল্ডার।

বিরতির পর বেশ গোছানো ফুটবল খেলতে শুরু করে জুভেন্টাস। দারুণ কিছু আক্রমণও করে তারা। কয়েক দফা ব্যর্থ হলেও ৭৩তম মিনিটে সফলতা পায় দলটি। বাঁ প্রান্ত দিয়ে কুলুসেভস্কির বল আদান প্রদান করে ডি-বক্সে ঢুকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন চিয়েসা। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।

Comments

The Daily Star  | English

Produce 10 ex-ministers, 2 advisers to Hasina before tribunal on Nov 18: ICT

They will be shown arrested in case filed over crimes against humanity, genocide, says prosecutor

25m ago