হামাসের ধারণা ‘দু-একদিনের মধ্যে’ যুদ্ধবিরতি

আগামী দু-একদিনের মধ্যে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতিতে যাবে বলে ধারণা করেছেন হামাসের জ্যেষ্ঠ রাজনৈতিক কর্মকর্তা মোসা আবু মারজুক। লেবাননের আল-মায়াদিন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনিদের বাড়িঘর। ছবি: এপি

আগামী দু-একদিনের মধ্যে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতিতে যাবে বলে ধারণা করেছেন হামাসের জ্যেষ্ঠ রাজনৈতিক কর্মকর্তা মোসা আবু মারজুক। লেবাননের আল-মায়াদিন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকারে আবু মারজুক বলেন, ‘যুদ্ধবিরতি সংক্রান্ত চলমান প্রচেষ্টা সফল হবে বলে আমি মনে করি। আশা করছি, দু-একদিনের মধ্যেই যুদ্ধবিরতিতে পৌঁছানো যাবে এবং এ যুদ্ধবিরতি পারস্পরিক চুক্তির ভিত্তিতে হবে।’

মিশরের নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মধ্যস্থতাকারীদের সহায়তায় দুই পক্ষ যুদ্ধবিরতির বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। কিন্তু, এখনো এ বিষয়ে আলোচনা চলছে।

তবে, গতকাল বুধবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘ইসারায়েলের নাগরিকদের শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গাজায় ১১ দিন ধরে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৪ শিশু ও ৩৮ নারী রয়েছেন।

আরও পড়ুন:

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ২২৭

গাজায় ইসরায়েলের দশম দিনের হামলা, নিহতের সংখ্যা বেড়ে ২১৮

যুগে যুগে যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা

ইসরায়েলের কাছে ৭৩ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাবে বাইডেনের অনুমোদন

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত ২১২

সন্ত্রাস মানে ইসরায়েল

ইসরায়েলি বোমায় গাজায় প্রতি ঘণ্টায় আহত ৩ শিশু: সেভ দ্য চিলড্রেন

গাজায় অষ্টম দিনে ইসরায়েলের আরও ভারী বোমা হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৯২

সপ্তম দিনে ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত

গাজায় এপি ও আল জাজিরার অফিস গুঁড়িয়ে দিলো ইসরায়েল

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৩৭

গাজায় ইসরায়েলের অবিরাম বোমা হামলা, গোলাবর্ষণ

গাজায় স্থল পথে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল

ইসরায়েলকে ‘শিক্ষা দিতে’ পুতিনকে এরদোয়ানের ফোন

আবারও ইসরায়েলি হামলায় রক্তাক্ত গাজা উপত্যকা

 

গাজায় ইসরায়েলের বিমান হামলায় ২০ ফিলিস্তিনি নিহত

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago