ভাসানচরের ২ রোহিঙ্গা কিশোরী সুবর্ণচরে আটক

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দুই কিশোরীকে আটক করার পর পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের ভাসান চর রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
ভাসানচরে রোহিঙ্গা শরণার্থী শিবির। ছবি: স্টার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দুই কিশোরীকে আটক করার পর পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের ভাসান চর রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'উদ্ধার হওয়া ওই দুই কিশোরীকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। তারা মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়েছিল কিনা সেটি নিয়ে পুলিশ কাজ করছে।'

মোহাম্মদপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ওই দুই কিশোরী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দুই নম্বর ক্লাস্টারের মো. ইয়াছিনের মেয়ে।

দুই বোনের বরাত দিয়ে তিনি বলেন, 'গতকাল রাতে সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের চর মোজাম্মেল গ্রামের আবদুল বাতেন, তার ছেলে সেলিম উদ্দিন কালু এবং একই ইউনিয়নের চর আলাউদ্দিনের জাহাঙ্গীর মাঝি চার লাখ টাকার বিনিময়ে চার রোহিঙ্গা কিশোরীকে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে সুবর্ণচরে নিয়ে যান।'

ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ আরও জানান, স্থানীয়রা রোহিঙ্গাদের উপস্থিতি টের পেয়ে ওই দুই কিশোরীকে আটক করে ইউনিয়ন পরিষদের কাছে হস্তান্তর করে। এ সময় অপর দুই রোহিঙ্গা পালিয়ে যায়।

বুধবার রাতেই ওই দুই বোনকে চরজব্বার থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

1h ago