চুয়াডাঙ্গায় কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত নারীর মৃত্যু
চুয়াডাঙ্গায় কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত নারীসহ দুই নারী করোনাভাইরাসে মারা গেছেন। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এস এস এম ফাতেহ আকরাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. ফাতেহ আকরাম জানান, ভারতে আটকে পড়া রোকেয়া বেগম নামে এক নারী বুধবার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন। ফেরার পর চেকপোস্টেই তার করোনা শনাক্ত হয়। পরে রাতে তাকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। আজ দুপুরে সেখানে তিনি মারা যান।
তিনি আরও জানান, রোকেয়া খাতুনের বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলায়। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
ওই নারীর শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা তা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে বলে ডা. আকরাম জানান।
এ দিকে, গত ১২ মে জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের আছিয়া খাতুন। ১৭ মে তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। আজ দুপুরে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে তিনি মারা যান।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৯০৭ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১ জন।
Comments