নাভারন থেকে সাতক্ষীরা, রেললাইন স্থাপনে আগ্রহী জার্মানি

যশোরের নাভারন থেকে সাতক্ষীরা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ এবং বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জার্মানি।
জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ আজ রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সঙ্গে রেল ভবনে সৌজন্য সাক্ষাৎ করতে যান। ছবি: সৌজন্য

যশোরের নাভারন থেকে সাতক্ষীরা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ এবং বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জার্মানি।

আজ বৃহস্পতিবার রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সঙ্গে রেল ভবনে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে যান বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ। সেখানে তিনি এই আগ্রহের কথা জানান।

বাংলাদেশে রেলওয়ের বর্তমান অবস্থান তুলে ধরে রেলপথমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার রেলখাতকে বেশি গুরুত্ব দিচ্ছে। ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের জন্য আলাদা মন্ত্রণালয়ও গঠন করে দিয়েছেন।’

রেলওয়েতে অনেকগুলো প্রকল্প বর্তমানে চলমান রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ করা হচ্ছে। পদ্মাসেতুর রেল সংযোগ প্রকল্পে ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেললাইন নির্মিত হচ্ছে। এছাড়া যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণসহ অনেকগুলো প্রকল্প চলমান রয়েছে।’

রেলপথমন্ত্রী আর‌ও বলেন, ‘বেশিরভাগ সিঙ্গেল লাইনকে ডাবল লাইনে এ রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মিটারগেজ লাইনগুলোকে ডুয়েল গেজে রূপান্তর করা হচ্ছে। পাশাপাশি দেশের জেলাগুলোকেও রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।’

জার্মানির প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ রেলওয়েতে বিনিয়োগ এবং রেলের কর্মকর্তাদের জার্মানিতে প্রশিক্ষণ দেওয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান মন্ত্রী।

মন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত রেলে বিনিয়োগসহ প্রশিক্ষণের বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

রাষ্ট্রদূতের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ প্রমুখ।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago