চীন থেকে ভারতে চিকিৎসা সরঞ্জামবাহী ৪টি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করেছে বিমান

biman bangladesh
ছবি: সংগৃহীত

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেন্ট্রেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম পাঠাতে গত ১৭ মে হতে চীন থেকে চারটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, করোনা রোগী সামাল দিতে ভারতের হাসপাতালগুলোকে হিমশিম খেতে হচ্ছে, সেখানে অক্সিজেনের তীব্র ঘাটতি দেখা দিয়েছে, বহু জায়গায় সন্ধান করেও মিলছে না অক্সিজেন ও ওষুধ। এমতাবস্থায় দেশটিতে করোনায় মৃতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামাল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করোনার সঙ্গে লড়াইরত ভারতের পাশে দাঁড়িয়ে আমরা গত ১৭ মে থেকে ২০ মে পর্যন্ত চীন থেকে সেদেশে চারটি বিশেষ বিমান পরিচালনা করেছি।’

‘প্রতিবেশী ভারতের প্রতি বন্ধুত্ব ও মানবিক দিক বিবেচনায় আমরা কোনো ব্যবসায়িক স্বার্থ না দেখেই চার্টার্ড ফ্লাইট পরিচালনা করেছি’, বলেন তিনি।

বিমান সূত্রে জানা গেছে, ভারতে বিভিন্ন চিকিত্সা সরঞ্জাম পাঠাতে চীন থেকে আরও ১৭টি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে বিমানের আলোচনা চলছে।

Comments

The Daily Star  | English
Government notification banning Awami League

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

58m ago