দর্শনা চেকপোস্টে ভারতফেরত ৪ জনের করোনা শনাক্ত
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া আরও ১১৮ বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে চার জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপকমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন জানান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে জানান, করোনা আক্রান্ত চার জনকে জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। এই চেকপোস্ট দিয়ে বৃহস্পতিবার রাত পর্যন্ত মোট ৩৩৪ জন বাংলাদেশি দেশে ফিরলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন আরও জানান, বৃহস্পতিবার দেশে ফেরতদের মধ্যে করোনা আক্রান্তরা ছাড়া বাকিদের স্থানীয় প্রশাসন নির্ধারিত চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তর, সদর হাসপাতাল ও স্থানীয় তিনটি আবাসিক হোটেলে নেওয়া হয়েছে। সেখানে তারা ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবেন।
তিনি আরও জানান, করোনা আক্রান্তদের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা তা পরীক্ষা করে দেখতে স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
চেকপোস্টে দায়িত্বরত মেডিকেল টিমের সদস্য ডা. তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, বৃহস্পতিবার বাংলাদেশিরা দর্শনা চেকপোস্টে পৌঁছালে তাদের হেলথ স্ক্রিনিং ও করোনাভাইরাস পরীক্ষা করা হয়। তাদের মধ্যে চার জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে দুই জন নারী ও দুই জন পুরুষ।
Comments