রাজশাহীতে গাছের সঙ্গে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ১

রাজশাহীর কসবা এলাকায় সড়ক দুর্ঘটনায় ইমরান আলী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে রাজশাহী মহানগর পুলিশের দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ সকাল আনুমানিক পৌনে ৬টার দিকে কসবা এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ধানবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। চালকের সহকারী ইমরান আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। ট্রাকচালক মো. ফয়সালকে (৩৫) আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
মাহবুবুল আলম বলেন, ‘দুর্ঘটনার পরে ট্রাকের ভেতরে আটকা পড়েছিলেন ফয়সাল। প্রায় দুই ঘণ্টা পরে ট্রাকের বডি কেটে তাকে উদ্ধার করা হয়। আমরা জানতে পেরেছি, যশোরের থেকে ধান নিয়ে ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জে আসছিল। ট্রাকচালক আরও জানিয়েছেন, পেছন থেকে আসা যাত্রীবাহী একটি বাসকে জায়গা দিতে দিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। তবে আমাদের মনে হয়েছে, দীর্ঘ পথ ট্রাক চালিয়ে আসার তার চোখে ঘুম ছিল।’
‘নিহত ইমরান আলীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। ময়নাতদন্তের পরে মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হবে’— বলেন মাহবুবুল আলম।
Comments