রোনালদোর নেতৃত্বে ইউরোর পর্তুগাল দলে তারকার ছড়াছড়ি

portugal squad euro
ছবি: টুইটার

২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। তাদের কোচ ফার্নান্দো সান্তোস শিরোপা ধরে রাখার অভিযানে সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী দলটিই বেছে নিয়েছেন। জুভেন্টাস তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর নেতৃত্বে বৃহস্পতিবার ঘোষিত স্কোয়াডে রয়েছে তারকা ও প্রতিভাবান ফুটবলারের ছড়াছড়ি।

২৬ সদস্যের স্কোয়াডে সুপরিচিত খেলোয়াড়দের মধ্যে আছেন অ্যাতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স, লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা, ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড বার্নার্দো সিলভা, ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস, এফসি পোর্তো ডিফেন্ডার পেপে ও ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার রুবেন দিয়াস। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে ভারসাম্যপূর্ণ দল হওয়ায় আসন্ন ইউরো জয়ে অন্যতম ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে পর্তুগিজদের।

চমক দেখিয়ে স্পোর্টিং লিসবনের পেদ্রো গনসালভেসকে স্কোয়াডে রেখেছেন সান্তোস। ২২ বছর বয়সী এই ফরোয়ার্ডের এখনও আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয়নি। চলতি মৌসুমে পর্তুগালের শীর্ষ ঘরোয়া লিগে ৩২ ম্যাচে ২৩ গোল করে ইতোমধ্যে নজর কেড়েছেন তিনি। তবে ইউরোর দলে জায়গা পাননি এভারটন মিডফিল্ডার আন্দ্রে গোমেস ও বার্সেলোনা ফরোয়ার্ড ফ্রান্সিসকো ত্রিনকাও।

এবারের ইউরোতে মৃত্যুকূপে পড়েছে পর্তুগাল। ‘এফ’ গ্রুপে তাদের বাকি তিন প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, জার্মানি ও হাঙ্গেরি। আগামী ১৫ জুন হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে পর্তুগিজরা। চার দিন পর শিরোপাধারীদের প্রতিপক্ষ জার্মানি। আর ২৩ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোনালদো-দিয়াসরা খেলবেন ফ্রান্সের বিপক্ষে।

পর্তুগাল স্কোয়াড:

গোলরক্ষক: অ্যান্থনি লোপেস (অলিম্পিক লিওঁ), রুই প্যাত্রিসিও (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স), রুই সিলভা (গ্রানাদা);

ডিফেন্ডার: জোয়াও ক্যানসেলো (ম্যানচেস্টার সিটি), নেলসন সেমেদো (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স), জোসে ফন্ত (লিল), পেপে (পোর্তো), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি), নুনো মেন্দেস (স্পোর্টিং লিসবন), রাফায়েল গেরেইরো (বরুশিয়া ডর্টমুন্ড);

মিডফিল্ডার: দানিলো পেরেইরা (পিএসজি), জোয়াও পালিনহা (স্পোর্টিং লিসবন), রুবেন নেভেস (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স), রেনাতো সানচেস (লিল), সার্জিও অলিভিয়েরা (পোর্তো), উইলিয়াম কারভালহো (রিয়াল বেতিস), ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়াও মোতিনহো (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স);

ফরোয়ার্ড: পেদ্রো গনসালভেস (স্পোর্টিং লিসবন), আন্দ্রে সিলভা (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট), বার্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), ক্রিস্তিয়ানো রোনালদো (জুভেন্টাস), দিয়োগো জোতা (লিভারপুল), গনসালো গেদেস (ভ্যালেন্সিয়া), জোয়াও ফেলিক্স (অ্যাতলেতিকো মাদ্রিদ), রাফা সিলভা (বেনফিকা)।

Comments

The Daily Star  | English

US elections: Prof Yunus congratulates Trump

Recalling the existing relations between Bangladesh and the US, Yunus said Bangladesh and the US share a long history of friendship and collaboration across numerous areas of mutual interest

1h ago