অবৈধ অনুপ্রবেশ: কুড়িগ্রাম সীমান্তে আটক ভারতীয় নাগরিক কারাগারে
অবৈধভাবে বাংলাদেশে এসে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবির হাতে আটক এক ভারতীয় নাগরিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার সকালে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাওয়ার পারভেজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পরে গ্রেপ্তার দেখানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। খোঁজ নিয়ে জানা গেছে, আটক আলম মিয়ার (৪০) বাড়ি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার চৌধুরীরহাট সাদিয়ালকাটি গ্রামে। তার বাবার নাম দুদু মিয়া।’
পুলিশ জানায়, আজ ভোররাত ১২টার দিকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ভারতীয় এক নাগরিককে থানায় সোপর্দ করে বিজিবি। তারা জানিয়েছে, গতকাল রাতে অনন্তপুর সীমান্তে আন্তজার্তিক মেইন পিলার ৯৪৬ এর সাব পিলার ৫-এস থেকে বাংলাদেশ অংশে প্রায় ২০০ গজ ভেতরে ভেল্লিরতল এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
Comments