‘অভিজ্ঞতা কাজে লাগানোর পরিস্থিতি তৈরি করতে হবে’
বাংলাদেশের সিনিয়র ৪ ক্রিকেটার মিলে ওয়ানডে খেলেছেন ৮৪০টি। বাংলাদেশ সফরে আসা শ্রীলঙ্কার পুরো স্কোয়াডের মিলিত ওয়ানডের সংখ্যা ৪২৫। দুই দলের অভিজ্ঞতার তফাৎ বোঝাতে এই তথ্যটুকুই যথেষ্ট। তবে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল মনে করছেন, সমৃদ্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর মতো পরিস্থিতি তৈরি করতে হবে আগে।
বাংলাদেশ সফরে ওয়ানডেতে একদম নতুন একটা দল পাঠিয়েছে শ্রীলঙ্কা। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের তাদের দল থেকে বাদ পড়েছেন ৯ জন, দলে এসেছেন ৭ জন। দিমুথ করুনারত্নের হাত থেকে নেতৃত্ব সরিয়ে তাকে বাদও দেওয়া হয়েছে। কুসল পেরেরাকে ফিরিয়ে বানানো হয়েছে অধিনায়ক। অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, সুরাঙ্গা লাকমালদের মতো অভিজ্ঞরা বাতিল হয়ে গেছেন ওয়ানডেতে।
অন্যদিকে সবচেয়ে অভিজ্ঞ চার সিনিয়র- মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদকে একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান, লিটন দাসদের অভিজ্ঞতাও কম নয়।
অভিজ্ঞতা অনুযায়ী খেলতে পারলে একপেশে লড়াই হওয়ার কথা। কিন্তু তামিম মনে করছেন অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সেটা কাজে লাগাতে হলে আগে তৈরি করতে হবে সেরকম পরিস্থিতিও, ‘ক্রিকেটে অবশ্যই অভিজ্ঞতা ভূমিকা রাখে। কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কেমন খেলছেন, পরিকল্পনার বাস্তবায়ন কতটা করতে পারছেন। শ্রীলঙ্কা যে দলটা এসেছে কমবেশি ওদের সঙ্গে আমরা আন্তর্জাতিক বা ঘরোয়ায় খেলেছি। তারা খুবই ভাল দল, তারা সবাই ভাল ক্রিকেটার । এটা আমরা সবাই জানি।’
‘শ্রীলঙ্কা প্রতিপক্ষ হিসেবে জানি আমরা যদি তাদের বিপক্ষে জিততে হয় এবং সিরিজ জিততে হয় তবে খুবই ভাল খেলতে হবে। অভিজ্ঞতা অবশ্যই একটা বিষয়, ওয়ানডে ক্রিকেটে এমন কিছু মুহূর্ত আসে যখন অভিজ্ঞতা কাজে। কিন্তু তার জন্য আমাদের সেই পরিস্থিতি তৈরি করতে হবে। এসব তৈরি করতে না পারি তাহলে যতই অভিজ্ঞ থাকি কোন কাজে আসবে না।’
২৩ মে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অভিজ্ঞ বাংলাদেশের বিপক্ষে তারুণ্য নির্ভর লঙ্কানদের প্রথম পরীক্ষায়। ২৫ ও ২৮ মে হবে বাকি দুই ম্যাচ।
Comments