ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি ঠেকাতে মার্কিন সিনেটে বার্নি স্যান্ডার্সের প্রস্তাব
ইসরায়েলের কাছে ৭৩ কোটি ৫০ লাখ ডলার মূল্যের অত্যাধুনিক অস্ত্র বিক্রি ঠেকাতে মার্কিন সিনেটে প্রস্তাব তুলেছেন সিনেটর ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী বার্নি স্যান্ডার্স। রয়টার্স জানায়, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির চুক্তি আটকে দিতে বৃহস্পতিবার তিনি সিনেটে এ প্রস্তাব তোলেন।
স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, ‘যখন যুক্তরাষ্ট্রের তৈরি বোমা দিয়ে গাজায় ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে এবং নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে, সে সময় আমরা আরও বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি হতে দিতে পারি না।’
গত ৫ মে এই অস্ত্র বিক্রির বিষয়ে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিদেশের কাছে অস্ত্র বিক্রির চুক্তি চূড়ান্ত করার আগে নিয়মিত পর্যালোচনার অংশ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে কংগ্রেসকে তা জানানো হয়েছিল। আইন অনুযায়ী, ১৫ দিনের মধ্যে কংগ্রেসে কেউ এই বিষয়ে আপত্তি জানাতে পারবেন।
এর আগে সিনেট ফরেন রিলেশনস ও হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটির ডেমোক্রেটিক ও রিপাবলিকান নেতারা অনানুষ্ঠানিক পর্যালোচনার সময় এ অস্ত্র বিক্রিকে সমর্থন করেছিলেন।
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির চুক্তি নিয়ে হাউস ও সিনেটের কয়েকজন বিরোধিতা করলেও অস্ত্র বিক্রি ঠেকানোর সম্ভাবনা খুবই কম বলেই মনে করছেন দেশটির আইনপ্রণেতারা।
ডেমোক্রেটিক চেয়ারম্যান অব সিনেট ফরেন রিলেশনস সিনেটর বব মেনেনডেজ জানিয়েছেন, তিনি স্যান্ডার্সের প্রস্তাবটির বিরোধিতা করবেন। তিনি আরও জানান, স্যান্ডার্স ১৫ দিনের মধ্যে রেজুলেশনে তুলেছেন কিনা সে ব্যাপারেও তিনি নিশ্চিত নন।
অন্যদিকে, কমিটির শীর্ষস্থানীয় রিপাবলিকান সিনেটর জিম রিশ সাংবাদিকদের বলেন, ‘এই প্রস্তাব পাশ হবে এটা আমি কল্পনাও করতে পারি না।’
ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে চলমান সংঘর্ষে বাইডেন প্রশাসনের ভূমিকা নিয়ে ইতোমধ্যেই ডেমোক্রেটদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। কয়েকজন কংগ্রেস সদস্য সহিংসতা বন্ধে যুক্তরাষ্ট্রকে আরও কঠোরভাবে চেষ্টা করারও আহ্বান জানিয়েছেন।
বার্নি স্যান্ডার্স জানান, ইসরায়েল ও ফিলিস্তিনিদের চলমান সংঘর্ষের মধ্যে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করলে সেটা সংঘাত বাড়িয়ে তুলবে কিনা সে বিষয়ে আমেরিকানদের ‘কড়া নজর দেওয়া’ প্রয়োজন।
কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, মার্ক পোকন ও রাশিদা ত্লাইবসহ অন্তত ছয় বামপন্থী ডেমোক্রেট স্যান্ডার্সের প্রস্তাবে সমর্থন করেছেন।
Comments