মানিকগঞ্জে ২ শিশুর মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের সদর ও হরিরামপুর উপজেলা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পশ্চিম শানবান্দা গ্রাম থেকে সিনহা আক্তার নামে সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
সিনহা ওই গ্রামের আব্দুল হালিমের মেয়ে। হালিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল বিকেল থেকে সিনহাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের একটি কাঁঠালবাগানে তার মরদেহ পাওয়া যায়।’
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খাঁন ডেইলি স্টারকে বলেন, ‘গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।’
আজ সকাল ৮টার দিকে হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের বাবুপুর-গোপালপুর গ্রাম থেকে আবির হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আবির ওই গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে। প্রতিবেশীদের বরাত দিয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মূঈদ চৌধুরী ডেইলি স্টারকে বলেন, ‘আবিরের বাবা দ্বিতীয় বিয়ে করায় পারিবারিক কলহ চলছিল। সেই জের ধরেই আবির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।’
Comments