কালো ছত্রাকের পর ভারতে নতুন হুমকি সাদা ছত্রাক
কালো ছত্রাকের পর ভারতে করোনাভাইরাসের তীব্র সংক্রমণের মধ্যে নতুন আতঙ্ক সাদা ছত্রাক।
হিন্দুস্তান টাইমস জানায়, সম্প্রতি বিহারে চার জনের শরীরে সাদা ছত্রাক সংক্রমণ শনাক্ত হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। তবে, সাদা ছত্রাকের সংক্রমণের ব্যাপারে সরকারিভাবে এখনও কোনো ঘোষণা আসেনি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কালো ছত্রাক বা মিউকরমাইকোসিসের চেয়েও এটি মারাত্মক।
ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণের মধ্যেই মিউকরমাইকোসিস বা কালো ছত্রাককে মহামারি হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র সরকার। গত বৃহস্পতিবার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এটিকে মহামারি হিসেবে ঘোষণা করার আহ্বান জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকার জানায়, কোথাও কালো ছত্রাকের সংক্রমণ দেখা গেলে জরুরিভিত্তিতে তিন দিনের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের অথবা ২৪ ঘণ্টার মধ্যে সরকারকে জানাতে হবে।
ইন্ডিয়ান মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের মহাপরিচালক ড. বলরাম ভার্গব বলেন, ‘ছত্রাক কতটা সংক্রামক হবে, সেটা তার রঙের বৃদ্ধির উপর নির্ভর করে।’ ডা. ভার্গব সাদা ছত্রাকের বিষয়ে বিশেষভাবে কিছু উল্লেখ না করে বলেন, ‘স্যাঁতসেঁতে জায়গায় ছত্রাকের সংক্রমণ একটি সাধারণ ঘটনা।’
তবে, ভারতের জন্য সাদা ছত্রাকের সংক্রমণ একটি নতুন হুমকি হতে পারে বলে কয়েকটি গণমাধ্যমে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা কালো ছত্রাকের চেয়ে সাদা ছত্রাককে আরও বেশি বিপজ্জনক বলে মনে করছেন। কারণ, এটি ফুসফুসের পাশাপাশি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন ত্বক, পেট, কিডনি, মস্তিষ্ককে সংক্রামিত করতে পারে।
আরও পড়ুন:
Comments