নিয়ম মেনেই আমাদের প্রত্যেককে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রত্যেক কাজের বিশেষ ধারা আছে, নিয়ম আছে। নিয়ম মেনেই আমাদের প্রত্যেককে কাজ করতে হবে।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রত্যেক কাজের বিশেষ ধারা আছে, নিয়ম আছে। নিয়ম মেনেই আমাদের প্রত্যেককে কাজ করতে হবে।

আজ শনিবার সন্ধ্যা ছয়টায় সদর উপজেলার গড়পাড়া শুভ্র সেন্টারে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘নিয়মের বাইরে কাজ করলে, আইনে যা বলা আছে তা মেনে নিতে হবে। আমাদের প্রত্যেকের পেশাই গুরুত্বপূর্ণ। কোনো পেশাকেই খাটো করে দেখার সুযোগ নেই। প্রত্যেক কাজেরই কিন্তু বিশেষ ধারা আছে, নিয়ম আছে। নিয়মের মধ্যেই আমাদের প্রত্যেকের কাজ করে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশে কোথাও কোনো সমস্যা দেখা দিলে যথাযথভাবে আইনি প্রক্রিয়াতেই তা সমাধান করতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহসভাপতি আব্দুল মজিদ ফটো, পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, মানিকগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ সদর ও সাটুরিয়া উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago