টুইট করে স্পন্সর পেলেন জিম্বাবুয়ের ক্রিকেটার

Ryan Burl

জরাজীর্ণ কেডস  মেরামতের ছবি দিয়ে টুইট করেছিলেন জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল। একটি স্পন্সরের অভাবে প্রতি সিরিজের পর এমন পরিস্থিতি দিয়ে যাওয়ার হাহাকার জানিয়েছিলেন তিনি। ২৪ ঘণ্টার মধ্যে তা দেখে সাড়া দিয়ে এগিয়ে এসেছে স্পোর্টস গিয়ার ব্র্যান্ড পুমা।

জিম্বাবুয়ের হয়ে তিন সংস্করণেই নিয়মিত অলরাউন্ডার বার্ল। বিশ্ব ক্রিকেটেও এখন পরিচিত নাম তিনি। খেলেছেন বিপিএলেও।  শনিবার তার একটি টুইট হয়ে যায় ভাইরাল। ২৭ বছর বয়েসী লেগ স্পিনিং অলরাউন্ডার কেডস মেরামতের ছবি দিয়ে লেখেন , ‘কোন স্পন্সর পাওয়ার কি সুযোগ আছে, যাতে করে প্রতি সিরিজের পর এভাবে আঠা দিয়ে আমাদের জুতো মেরামত করে পরতে না হয়।’

টুইটে স্পোর্টস গিয়ার ব্র্যান্ড নিউ ব্যালেন্সকে ট্যাগ করেছিলেন। তার বর্তমান কেডসগুলোও ছিল এই কোম্পানির। কিন্তু তারা সাড়া দেয়নি।

বিষয়টি নাড়া দেয় ক্রিকেটপ্রেমিদের। একদিন পর এক পর্যায়ে নজরে পড়ে পুমার। পুমা তাদের ক্রিকেট একাউন্ট ‘পুমা ক্রিকেট’ থেকে  রিটুইট করে জানায়, ‘আঠা সরিয়ে ফেলেন, আপনার পা সুরক্ষার ব্যবস্থা আমরা করছি।’

পরে আরেকটি টুইটে পুমার স্পন্সরশীপ পাওয়ার কথা নিশ্চিত করেন এ পর্যন্ত ৩ টেস্ট, ১৮ ওয়ানডে আর ২৫ টি-টোয়েন্টি খেলা বার্ল, ‘আমি গর্বের সঙ্গে জানাচ্ছি আমি পুমা ক্রিকেট পরিবারে যুক্ত হচ্ছি। গত ২৪ ঘণ্টা ধরে আমাকে নানাভাবে সমর্থন দেওয়ার সবার প্রতি কৃতজ্ঞতা।’

সোমবার জিম্বাবুয়ের জার্সির সঙ্গে কেডস শিপমেন্টের জন্য প্রস্তুত করার ছবি দিয়ে পুমা ক্রিকেট আবার টুইট করে লিখেছে, 'রায়ান বার্ল ও তার সতীর্থের জন্য শিপমেন্ট করতে সব তৈরি। আশা করি জার্সিং রঙ্গের সঙ্গে মিল আছে।;

প্রসঙ্গত, জিম্বাবুয়েতে ক্রিকেটের পৃষ্ঠপোষকতার অবস্থা বেহাল। বেশ অনেকদিন থেকে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটির ক্রিকেট।

Comments

The Daily Star  | English

'Do not drop those bombs': Trump warns Israel

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago