৪০ দিন পর পটুয়াখালী-ঢাকা রুটে যাত্রীবাহী লঞ্চ চালু
দেশে করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন চলমান থাকলেও আজ সোমবার থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এতে ৪০ দিন বন্ধ থাকার পর আজ থেকে পটুয়াখালী-ঢাকা রুটে শুরু হয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল। আজ সোমবার সন্ধ্যায় পটুয়াখালী থেকে তিনটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
সরেজমিনে পটুয়াখালী লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, এমভি সুন্দরবন-১৪, এমভি আওলাদ-৭ ও এমভি সাত্তার খান এ তিনটি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে পটুয়াখালী ছেড়ে যায়।
তবে প্রতিটি লঞ্চেই যাত্রীর চাপ কম ছিল এবং যাত্রীদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা গেছে।
পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের বেলায়েত হোসেন তার অসুস্থ বড় ভাইকে চিকিৎসার জন্য আওলাদ লঞ্চে উঠেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'লঞ্চ চলাচল শুরু হওয়ায় ভালই হয়েছে। এখন স্বাচ্ছন্দ্যে ঢাকায় যাতায়াত করতে পারবো।'
সুন্দরবন লঞ্চের পটুয়াখালী অফিসের ম্যানেজার মো. জাফর মৃধা বলেন, অনেকদিন পর লঞ্চ সার্ভিস চালু হয়েছে। তাই যাত্রীদের চাপ কিছুটা কম।'
Comments