মালয়েশিয়ায় ভূগর্ভস্থ টানেলে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত ২১৩
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি ভূগর্ভস্থ টানেলে দুটি (এলআরটি) ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২১৩ যাত্রী আহত হয়েছেন।
আজ সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪৭ জনের অবস্থা গুরুতর এবং ১৬৬ জন সামান্য আঘাত পেয়েছেন বলে জানান দেশটির পরিবহনমন্ত্রী ওয়ে কা সিয়ং।
তার বরাত দিয়ে দ্য স্ট্রেইটস টাইমস জানায়, গুরুতর আহত ৪৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে এবং আহতদের উদ্ধার কাজে নিয়োজিত আছেন জরুরি উদ্ধারকর্মীরা।
পুলিশ জানিয়েছে, মালয়েশিয়ার বিখ্যাত পেট্রনাস টুইট টাওয়ার ও কাম্পুং বারু স্টেশনের কাছে ভূগর্ভস্থ টানেলে দেশটির ব্যস্ততম লাইনে এলআরটি ট্রেন দুটোর মুখোমুখি সংঘর্ষ হয়।
কুয়ালালামপুরের ডাং ওয়াঙ্গি থানার প্রধান কর্মকর্তা সহকারী কমিশনার জয়নাল আবদুল্লাহ জানান, রাত পৌনে ৯টার দিকে চালকবিহীন একটি ট্রেনের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা চালকচালিত একটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
Comments