আদিতমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি আহত

বিএসএফ’র গুলিতে আহত মিলন ইসলামকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ২৫ মে ২০২১। ছবি: স্টার

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে মিলন ইসলাম (২৫) নামের এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোররাত আনুমানিক আড়াইটার দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী সীমান্তে ৯২৫ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মিলনকে স্থানীয়রা উদ্ধার করে আজ সকালে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেছেন বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোস্তাকিন আলী।

তিনি মোবাইল ফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গুলিবিদ্ধ মিলনসহ বেশ কয়েকজন বাংলাদেশি আজ মঙ্গলবার ভোররাত আড়াইটার দিকে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানা এলাকায় অনুপ্রবেশ করেন। সেসময় ভারতের ১০০ বিএসএফ ব্যাটেলিয়নের পদ্মা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া ও গুলি করেন।’

তিনি আরও বলেন, ‘পালাতে গিয়ে মিলন ইসলাম তার পিঠে গুলিবিদ্ধ হলে সহকর্মীরা তাকে নিয়ে বাংলাদেশে চলে আসেন।’

স্থানীয় সূত্র জানিয়েছে, গুলিবিদ্ধ মিলন ইসলাম আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী গ্রামের রাজা মিয়ার ছেলে। তিনি চওড়াটারী সীমান্তে তার নানা মৃত আফজাল মিয়ার বাড়িতে থাকেন।

লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র দুর্গাপুর বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেইলি স্টারকে বলেছেন, ‘গুলির প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।’

লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আরিফুজ্জামান ডেইলি স্টারকে বলেন, ‘সীমান্তে গুলিবিদ্ধ মিলন ইসলামের অবস্থা খুবই গুরুতর। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় এখন তার পালস পাওয়া যাচ্ছে না। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্যে তার পরিবারের সদস্যদের বলা হয়েছে।’

Comments

The Daily Star  | English

Produce 10 ex-ministers, 2 advisers to Hasina before tribunal on Nov 18: ICT

They will be shown arrested in case filed over crimes against humanity, genocide, says prosecutor

27m ago