সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা: দণ্ডপ্রাপ্ত ৭ আসামির হাইকোর্টে জামিন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত সাত আসামিকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
virtual_court-1.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত সাত আসামিকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জামিন প্রাপ্ত আসামিরা হলেন— আইনজীবী আবদুস সাত্তার ও আব্দুস সামাদ, গোলাম রসূল, রাকিব, জহিরুল, শাহাবুদ্দিন ও মনিরুল ইসলাম। আসামিপক্ষের আইনজীবী এএম মাহবুব উদ্দিন খোকন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। একই মামলা বাকি ১১ আসামির জামিন আবেদনের বিষয়ে আদালত আগামী ৩০ মে আদেশ দেবেন।’

এই মামলায় ৫০ আসামিকে সাতক্ষীরার বিচারিক আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিলেন। তাদের মধ্যে সম্প্রতি ১৮ জন হাইকোর্ট বিভাগে জামিন চেয়ে ভিন্ন ভিন্ন আবেদন করেন বলে ডেইলি স্টারকে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনির।

২০০২ সালের ২ সেপ্টেম্বর কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেমউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শফিকুর রহমান ৫০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০১৭ সালে আসামিপক্ষ মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্ট বিভাগে আবেদন করেন। এর তিন বছর পর আসামিপক্ষের আবেদন খারিজ করে ৯০ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তির জন্য নিম্ন আদালতকে নির্দেশ দেন হাইকোর্ট বিভাগ।

চলতি বছরের ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবীর সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, বিএনপি নেতা আরিফুর রহমান ও রিপনকে ১০ বছরের, কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদের বাচ্চুকে নয় বছরের এবং বাকি ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

২০০২ সালের ৩০ আগস্ট সকাল ১০টার দিকে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়া উপজেলায় নিপীড়িত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে দেখতে সাতক্ষীরা গিয়েছিলেন। যশোরে ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলা হয়। এতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আহত হন।

আরও পড়ুন

শেখ হাসিনার গাড়িবহরে হামলা: সাবেক সংসদ সদস্য হাবিবসহ ৫০ জনের কারাদণ্ড

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago