কোমানের ব্যক্তিত্বের অভাব রয়েছে: সুয়ারেজ
বার্সেলোনা ছাড়তে চাননি সুয়ারেজ। প্রয়োজনে বেঞ্চে থেকে বদলী খেলোয়াড় হিসেবেও খেলতে চেয়েছিলেন। কিন্তু তাকে এক প্রকার জোর করেই বিদায় করেন কোচ রোনাল্ড কোমান। তবে সিদ্ধান্তটা যে কোমানের নয়, সেটা বুঝতে কিছুটা সময় লেগেছিল সুয়ারেজের। তখনই এ কোচের মধ্যে ব্যক্তিত্বের অভাব দেখেছেন এ উরুগুইয়ান ফরোয়ার্ড।
বার্সা থেকে বিদায় করে দেওয়ার পর সুয়ারেজ নতুন ঠিকানা গাড়েন অ্যাতলেতিকো মাদ্রিদে। শুরু থেকেই অসাধারণ ছন্দে খেলতে থাকেন। দলের সর্বোচ্চ গোলদাতাও তিনি। শেষ পর্যন্ত দলকে লি লিগা শিরোপা জিতিয়েই থেমেছেন তিনি। আর এ শিরোপা জয়ের পর এল পার্তিদাজোকে দেওয়া এক সাক্ষাৎকারে কোমানকে এক হাত নিলেন এ ফরোয়ার্ড।
তবে ক্লাব বার্সার বিপক্ষে কোনো ক্ষোভ নেই সুয়ারেজের, 'আমি কখনোই বার্সেলোনার বিরুদ্ধে যাব না। এটা পরিস্থিতির কারণেই। তারা আমাকে সবকিছু দিয়েছে। আমি ফুটবল খেলোয়াড়দের অভিজাতদের কাতারে উঠেছি তাদের কারণেই। কিন্তু সভাপতি (জোসেপ মারিয়া বার্তোমেউ) আমাকে কিছু না বলে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে।'
শুধু গত মৌসুমে নয়, এর আগের মৌসুমেও লিওনেল মেসি ক্লাবের উপর অসন্তুষ্ট থাকায় বার্সা ছাড়তে চেয়েছিলেন। তাতে বেশ বিপদে পড়ে ক্লাবটি। সে সময় মেসিকে বোঝাতে সুয়ারেজের সাহায্য নিয়েছিলেন সভাপতি বার্তোমেউ। এমনকি আতোঁয়ান গ্রিজমানকে দলে টানতেও তাকে ব্যবহার করে। কিন্তু পরের বছর সে সুয়ারেজকে কোনো কিছু না বলেই বিদায় করে তারা। যে কারণে সুয়ারেজের ক্ষোভটা আরও বাড়ে।
তাকে কীভাবে অবহেলা করার বর্ণনা দিতে গিয়ে মেসি-গ্রিজমানদের সে সকল কাহিনী টেনে ধরেন সুয়ারেজ, 'যখন তারা চেয়েছিল লিও বার্সেলোনাতেই থাকুক, তখন তারা আমাকে ডেকে পাঠায়। আমাকে তারা গ্রিজমানের সঙ্গে কথা বলতে বলে... তাহলে তারা যখন চেয়েছিল আমি চলে যাই, তখন আমাকে কেন ডেকে নিয়ে কথা বলল না!'
তাকে বিদায়ের পরিকল্পনা বোর্ডের, কোমানের নয় তা পরবর্তীতে কোচের কথাতেই বুঝেছেন সুয়ারেজ, 'এরপর কোচ আমাকে বলেন দলে তিনি আমাকে হিসাব করছেন না, তিনি অন্য ধরনের স্ট্রাইকার চান! কোমান প্রথমে বললেন, আমি তার পরিকল্পনায় নেই। এরপর তিনি আবার বললেন, "তারা আমাকে এটা তোমাকে বলতে বলেছে।"'
'তিন ম্যাচ মাঠের বাইরে রাখার পর আবার আমাকে বলেন "যদি সমস্যার সমাধান মা হয়, তাহলে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে আমি তোমাকে রেখেই হিসাব করছি।" এরপর আমি খেয়াল করলাম যে লোকটির ব্যক্তিত্বের অভাব রয়েছে। সিদ্ধান্তটি আসলে কোচের নয়, সব কিছু উপর থেকে আসছে।' - যোগ করেন সুয়ারেজ।
Comments