বেড়িবাঁধ ভেঙে রাঙ্গাবালীর ২২ গ্রাম প্লাবিত

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতা বুনিয়া ইউনিয়নে বেড়িবাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হচ্ছে। ২৬ মে ২০২১। ছবি: সোহরাব হোসেন/স্টার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর মমতাজ, চালিতা বুনিয়া ইউনিয়নে বেড়িবাঁধ ভেঙে ২২টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে অন্তত ১৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের কারণে আধা কিলোমিটার বেড়িবাঁধের ১৭টি পয়েন্টে ক্ষতি হওয়ায় অন্তত ৮০০ হেক্টর কৃষি জমিও পানিতে তলিয়ে গেছে।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশফাকুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী ডেইলি স্টারকে জানিয়েছেন, জেলার ৩২টি গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়াও, জেলার প্রায় ২০ হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রয়েছেন।

Comments

The Daily Star  | English

Demos gridlock Gulistan's Zero Point

The situation remains unchanged till the filing of this report around 1:30pm

13m ago