তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দলে নাঈম
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য আগের সেই স্কোয়াডের সঙ্গে যুক্ত করা হয়েছে ওপেনার নাঈম শেখকে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। প্রথম দুই ওয়ানডে অনায়াসে জিতে ইতোমধ্যে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।
গত বছর সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র ওয়ানডেটি খেলেছিলেন নাঈম। তবে অভিষেক ম্যাচে তিনি সুযোগ পাননি ব্যাটিংয়ের। লঙ্কানদের বিপক্ষে আগের ঘোষিত স্কোয়াডে তিনি ছিলেন স্ট্যান্ড-বাই তালিকায়।
নিউজিল্যান্ডে সবশেষ ওয়ানডে সিরিজের দলে ছিলেন নাঈম। কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এরপর তাকে বাদ দেওয়া হয় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল থেকে।
ওয়ানডে সংস্করণের ক্রিকেটে গত কয়েক মাস ধরে রানখরায় ভুগছেন ওপেনার লিটন দাস। যদি তিনি শেষ ওয়ানডেতে বাদ পড়েন, তাহলেও একাদশে বাঁহাতি তরুণ নাঈমের সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ, স্কোয়াডে আগে থেকেই আছেন আরেক টপ-অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার।
শেষ ৮ ওয়ানডেতে ১২.৬২ গড়ে লিটনের সংগ্রহ মাত্র ১০১ রান। যার মধ্যে তিনটি ইনিংসে এই ডানহাতি খুলতে পারেননি রানের খাতা। লঙ্কানদের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ওয়ানডেতে ৩ বল খেলে শূন্য রানে আউট হন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে থিতু হয়ে ফেরেন ৪২ বলে ২৫ করে।
এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে তামিম ইকবালের দল। যেকোনো সংস্করণে শ্রীলঙ্কার বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম সিরিজ জয়।
আগামী শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে নামবেন মুশফিকুর রহিম-সাকিব আল হাসানরা। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর একটায়।
তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
Comments