ইয়াস মোকাবিলায় উড়িষ্যা ও দিঘাসহ উপকূলীয় অঞ্চলে সেনাবাহিনী

ভারতের পশ্চিমবঙ্গের উড়িষ্যা এবং দিঘাসহ উপকূলীয় অঞ্চলে নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে এবং পুনরুদ্ধারে কাজ করছে ভারতীয় সেনাবাহিনী।
ছবি: ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল টুইটার পেজ থেকে নেওয়া

ভারতের পশ্চিমবঙ্গের উড়িষ্যা এবং দিঘাসহ উপকূলীয় অঞ্চলে নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে এবং পুনরুদ্ধারে কাজ করছে ভারতীয় সেনাবাহিনী।

হিন্দুস্থান টাইমস ও সেনাবাহিনীর অফিসিয়াল টুইটার পেজে এই তথ্য জানানো হয়েছে।

হিন্দুস্থান টাইমস পিটিআইয়ের বরাত দিয়ে জানিয়েছে, ইয়াস মোকাবিলায় পশ্চিমবঙ্গের সরকারের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনীর ১৭টি দল কাজ করছে। প্রত্যেক দলে চৌকস সেনা কর্মকর্তাদের পাশাপাশি রাখা হয়েছে ভাসমান নৌকাসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ।

ভারতের সেনাবাহিনীর অফিসিয়াল টুইটার পেজে জানানো হয়েছে, উড়িষ্যা, দিঘা, হাওড়াসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে উদ্ধার ও ত্রাণ কাজ পরিচালনা করছেন সেনাবাহিনীর সদস্যরা। হাওড়া থেকে অনেক মানুষকে উদ্ধার করেছে সেনাবাহিনী।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ইয়াসের প্রভাবে উড়িষ্যা, দিঘা, চব্বিশ পরগণাসহ উপকূলীয় বিভিন্ন অঞ্চল পানিতে তলিয়ে গেছে।

আজ এবং আগামীকাল উড়িষ্যা, ঝাড়খণ্ডসহ উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তর।

Comments