দর্শনা দিয়ে দেশে ফিরলেন আরও ৩৩ জন

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে আরও ৩৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে আরও ৩৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ বুধবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা দর্শনা চেকপোস্টে পৌঁছালে তাদের হেলথ স্ক্রিনিং ও করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় কারও করোনা শনাক্ত হননি।

 

এ নিয়ে গত ১০ দিনে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট ৬৮১ জন দেশে ফিরেছেন। তাদের মধ্যে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার ফেরা ৩৩ জনের সবাই করোনা নেগেটিভ। সব প্রক্রিয়া শেষে তাদের নির্ধারিত পরিবহনে যুব উন্নয়ন অধিদপ্তর, সদর হাসপাতাল, স্থানীয় তিন আবাসিক হোটেল, মেহেরপুর ও কুষ্টিয়ায় নেওয়া হয়েছে। সেখানে তারা ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবেন।

Comments