কোয়ারেন্টিন সেন্টারে পচা খাবার সরবরাহ: চুয়াডাঙ্গার সেই হোটেল সিলগালা
চুয়াডাঙ্গায় একটি কোয়ারেন্টিন সেন্টারে নিম্নমানের ও পচা খাবার সরবরাহের অভিযোগে হোটেল মেহমান সিলগালা করে দিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হোটেল মালিক স্বীকার করেছেন, খাবারের মান ভালো ছিল না।’
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে দেশে ফেরা প্রায় ৭০০ জন অবস্থান করছেন চুয়াডাঙ্গার চারটি সরকারি ভবন ও কয়েকটি আবাসিক হোটেলের অস্থায়ী কোয়ারেন্টিন সেন্টারে। এর মধ্যে টিটিসি কেন্দ্রে রয়েছেন ১১৪ জন। তাদের তিন বেলা খাবারের যোগান দেওয়া হচ্ছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত তিনটি রেস্তোরাঁ থেকে।
সরকারি নির্দেশনা অনুযায়ী থাকা-খাওয়ার সব খরচ বাবদ কোয়ারেন্টিনে থাকা প্রতিজন ১৪ দিনের জন্য পাঁচ হাজার টাকা অগ্রিম পরিশোধ করেছেন।
গতকাল বুধবার রাতে ভাতের সঙ্গে দেওয়া মাছ থেকে পচা গন্ধ বের হলে সেখানে অসন্তোষ সৃষ্টি হয়। বিষয়টি কেউ কেউ স্থানীয় প্রশাসনের নিয়োগকৃতদের জানান। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় তারা বিক্ষোভ দেখানো শুরু করে। অনেকে টিটিসি ভবনের জানালা দিয়ে খাবার ফেলে দেন।
বিষয়টি জানার পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা কোয়ারেন্টিন সেন্টারে গিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। জেলা প্রশাসনের এনডিসি আমজাদ হোসেন বলেন, খাবার সরবরাহকারী মেহমান হোটেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, ‘কোয়ারেন্টিনে থাকা মানুষের সাথে এ ধরনের আচরণ করা নীতিহীন কাজ। আজ হোটেলটি সিলগালা করা হয়েছে। আরও ভালো মানের খাবার সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় কোয়ারেন্টিন সেন্টারে পচা খাবার সরবরাহের অভিযোগ
Comments