ফরিদপুরে ঝড়ে দেড় শতাধিক বাড়ি বিধ্বস্ত

Faridpur1_27May21.jpg
ছবি: সংগৃহীত

ফরিদপুরের দুই উপজেলায় দুটি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে দেড় শতাধিক কাঁচা বাড়ি বিধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রসূলপুর ও মেহেরদিয়া এবং পাশের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ধুতরাহাটি ও গহেরপুর গ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যায়।

আনুমানিক ১৫ থেকে ২০ সেকেন্ডের ঝড়ে দেড় শতাধিক কাঁচা বাড়ি বিধ্বস্ত হয়। উপড়ে পড়ে অন্তত দুই শতাধিক গাছ। ঘটনার প্রত্যক্ষদর্শী সালথা উপজেলার গট্টি ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা শহিদুল্লাহ সিরাজী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভোরে বাতাসের শব্দে ঘুম ভাঙে। দরজা খুলে দেখি বাতাস পাক খাচ্ছে।’

Faridpur2_27May21.jpg
ছবি: সংগৃহীত

নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বাসিন্দা কামাল মিয়া জানান, ‘ঝড়ে গহেরপুর গ্রামের শতাধিক পরিবারের ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া, তালমা ইউনিয়নের বিবিরকান্দি গ্রামে আটটি বাড়ি ভেঙে পড়েছে।’

গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ডেইলি স্টারকে বলেন, চন্দ্রপাড়া-রসুলপুর ও পাশের মেহেরদিয়া গ্রামের কমপক্ষে অর্ধশত বাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া, চন্দ্রপাড়ার পাশে অবস্থিত রাহুতপাড়ার দুটি ঘর বিধ্বস্ত হয়েছে।

Faridpur3_27May21.jpg
ছবি: সংগৃহীত

নগরকান্দার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেতী প্রু বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বর্ণনা শুনে মনে হয়েছে, এটি টর্নেডো ছিল। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আজই ১০ কেজি করে চাল ও এক কেজি করে ডাল খাবার সহায়তা দেওয়া হবে। বিষয়টি জেলা প্রশাসক অতুল সরকারকে জানানো হয়েছে। পরবর্তীতে আরও সাহায্য দেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Seven killed in Mymensingh road crash

At least seven people were killed and several others injured in a head-on collision between a bus and a human haulier in Mymensingh’s Phulpur upazila last night

1d ago