মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল বাতিলের রিট হাইকোর্টে খারিজ

MBBS_Doctor
ছবি: সংগৃহীত

এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলকে ‘ত্রুটিপূর্ণ’ উল্লেখ করে তা বাতিল চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চালিয়ে যেতে আর কোনো বাধা থাকল না।

বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্ট বেঞ্চ তাদের পর্যবেক্ষণে জানিয়েছেন, কোনো শিক্ষার্থীর যদি ভর্তি প্রক্রিয়া ও মেধা তালিকা নিয়ে অভিযোগ থাকে তাহলে তাকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের (ডিজিএমই) ডিজি বরাবর আবেদন করতে হবে এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরকে তা সাত দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রিট খারিজ করে হাইকোর্টের আদেশের পর এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কার্যক্রম চালিয়ে যেতে আর কোনো বাধা থাকল না।’

ভার্চুয়াল আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে গত ১৯ মে এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রকাশিত মেধাতালিকা ‘ত্রুটিপূর্ণ’ উল্লেখ করে ভর্তি প্রক্রিয়া বন্ধে ভর্তি পরীক্ষায় ‘অকৃতকার্য’ হওয়া ৩২৪ জন শিক্ষার্থীর পক্ষে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ুন কবীর পল্লব।

রিট আবেদনে বলা হয়, মেধাতালিকা তৈরির সময় কর্তৃপক্ষ যথাযথ নিয়ম অনুসরণ করেনি। যারা ইতিমধ্যে এমবিবিএস শিক্ষার্থী হিসেবে কোথাও ভর্তি হয়ে আছেন, তারা আবার ভর্তি পরীক্ষা দিলে মেধা তালিকা তৈরির সময় তাদের মোট নম্বর থেকে সাড়ে সাত নম্বর কেটে নেওয়ার কথা। এছাড়া আগের বছর যারা এইচএসসি পাশ করেছেন (দ্বিতীয়বারের পরীক্ষার্থী) তাদের মোট নম্বর থেকে পাঁচ নম্বর কেটে নেওয়ার বিধান থাকলেও মেধা তালিকা তৈরির সময় এই দুই বিধানের কোনোটাই মানা হয়নি।

গত ৪ এপ্রিল মেডিকেল শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই) এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে। প্রকাশিত ফল অনুযায়ী, দেশের ৪৭টি সরকারি ও ৭০টি বেসরকারি মেডিকেল কলেজের মোট ১২ হাজার ৬৯০টি আসনের বিপরীতে ৪৮ হাজার ৯৭৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন।

সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি মেডিকেল কলেজগুলোর আসন সংখ্যা ৮ হাজার ৩৪০। ২ এপ্রিল অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন অংশ নেন।

এর আগে গত ১১ মে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল বাতিল চেয়ে ২৪৮ জন পরীক্ষার্থীর পক্ষে সরকারকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ও মোহাম্মদ কাওছার। স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ই-মেইল ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আইনি নোটিশ পাঠানো হয়।

Comments

The Daily Star  | English

Doubts growing about interim govt’s capability to govern: Tarique

"If we observe recent developments, doubts are gradually growing among various sections of people and professionals for various reasons about the interim government's ability to carry out its duties."

2h ago