প্রখ্যাত শিশুসাহিত্যিক আলী ইমামের অবস্থা সংকটাপন্ন

প্রখ্যাত শিশুসাহিত্যিক ও উপস্থাপক আলী ইমামের অবস্থা সংকটাপন্ন। স্ট্রোকসহ নানা শারীরিক জটিলতা নিয়ে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।
আজ শুক্রবার সকালে আলী ইমামের ছেলে ডাক্তার তানজির ইমাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
ডাক্তার তানজির ইমাম বলেন, ‘গত ২২ এপ্রিল শ্বাসযন্ত্রে সমস্যা, নিউমোনিয়া ও নিম্ন রক্তচাপ বাড়লে বাবাকে ধানমণ্ডির ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতালে নিয়ে আসি। গত ২৫ এপ্রিল থেকে বাবার অবস্থা খারাপের দিকে গেলে আইসিইউতে রাখা হয়। আজও তার অবস্থা অপরিবর্তিত আছে।’
ছয় শতাধিক বইয়ের লেখক, শিশুসাহিত্যিক, সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আলী ইমাম ১৯৫০ সালের ৩১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। ২০০১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান।
আরও পড়ুন:
Comments