ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব: গ্রেপ্তার ৫০০ ছাড়িয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তারকৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।
হেফাজতে ইসলামের গত ২৮ মার্চের হরতালে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। ছবি: মাসুক হৃদয়/স্টার ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তারকৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে হেফাজতের আরও তিন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করার কথা জানিয়েছে জেলা পুলিশ।

এর ফলে, তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৬ জনে।

আজ শুক্রবার সকালে জেলা পুলিশের বিশেষ শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের পাশাপাশি তাণ্ডবের ছবি ও ভিডিওচিত্র দেখে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। নতুন গ্রেপ্তারকৃতদেরও একইভাবে শনাক্ত করা হয়েছে।

গত ২৬ ও ২৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়া শহর ও সদর উপজেলার নন্দনপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হেফাজতের তাণ্ডবের ঘটনায় এখন পর্যন্ত মোট ৫৬টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি, সরাইল থানায় দুটি ও আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এসব মামলায় এজাহারনামীয় ৪১৪ জনকে ও অজ্ঞাতনামা আরও ৩৯ হাজার জনকে আসামি করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত তিন দিনে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তারা সরকারি-বেসরকারি বেশ কয়েকটি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

আরও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: ৭ মামলায় হেফাজতের কারও নাম নেই

‘রণক্ষেত্র’ ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

১২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী রেল যোগাযোগ স্বাভাবিক

গ্যাস নেই ব্রাহ্মণবাড়িয়া শহরে, দুর্ভোগ সীমাহীন

ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ, রেলস্টেশন ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় মামলা ৩, আসামি ৬৫০০

ময়নাতদন্ত ছাড়াই দাফন ব্রাহ্মণবাড়িয়ায় নিহত আশিকের

সরাইলে ফাঁড়িতে হামলা, ১৫ পুলিশ সদস্য আহত

হরতাল চিত্র

ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানা ও পুলিশ লাইনে হামলা, গুলিতে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি অফিস, গণগ্রন্থাগার, আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে আগুন

ব্রাহ্মণবাড়িয়া: নিহত বেড়ে ৬ হেফাজতের হরতালে দোকান ও যান চলাচল বন্ধ

উচ্ছৃঙ্খলতা বন্ধ করুন, নইলে কঠোর অবস্থান নেবে সরকার: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যারিকেড: ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী ট্রেন চলাচল বন্ধ

আবারও পোড়ানো হলো ‘সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন’

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago