করোনাভাইরাস

ভারতে কমেছে একদিনে শনাক্ত ও মৃত্যু

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিন হাজার ৬৬০ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে তিন লাখ ১৮ হাজার ৮৯৫ জনে দাঁড়িয়েছে।
Corona_India
ছবি: রয়টার্স ফাইল ফটো

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিন হাজার ৬৬০ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে তিন লাখ ১৮ হাজার ৮৯৫ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক লাখ ৮৬ হাজার ৩৬৪ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন দুই কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ৪৫৭ জন।

আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ২১ লাখ ৫৭ হাজার ৮৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই লাখ ৫৯ হাজার ৪৫৯ জন। মোট সুস্থ হয়েছেন দুই কোটি ৪৮ লাখ ৯৩ হাজার ৪১০ জন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মোট সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় ও রাজস্থান।

মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ২৭৩ জনকে শনাক্ত হয়েছে। কর্ণাটকে ২৪ হাজার ২১৪ জন, কেরালায় ২৪ হাজার ১৬৬ জনকে শনাক্ত করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago