করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে ‘সম্পূর্ণ লকডাউনে’ মালয়েশিয়া
মালয়েশিয়ায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী জুন মাস থেকে দেশব্যাপী ‘সম্পূর্ণ লকডাউন’ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।
আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মুহিউদ্দিন বলেন, আগামী ১ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সব ধরনের সামাজিক ও অর্থনৈতিক এলাকায় কঠোর লকডাউন বহাল থাকবে। শুধুমাত্র অত্যাবশ্যকীয় সেবা এবং অর্থনৈতিক খাত চালু থাকবে। যেগুলো জাতীয় নিরাপত্তা পরিষদ তালিকাভুক্ত করবে।
দেশটির সরকারি কর্মকর্তারা মনে করেন, ভাইরাসটির নতুন সংক্রামক ভ্যারিয়েন্টের কারণে এই সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতরের ছুটিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে জনসমাবেশের কারণেও সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিদিন ব্যাপকভাবে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সারা দেশে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় হাসপাতালের সক্ষমতা সীমিত হয়ে যাচ্ছে।’
শুক্রবার দেশটিতে আট হাজার ২৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। যা টানা চতুর্থ দিনে রেকর্ড সংক্রমণ। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৪৯,৫১৪। এই সপ্তাহের শুরুতে ৬৩ জনের মৃত্যু হয়। যা ছিল প্রতিদিনের হিসেবে রেকর্ড মৃত্যু।
শুক্রবার দেশটিতে আরও ৬১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা হয়েছে দুই হাজার ৫৫২ জন।
Comments