৮ বছরে ৮ হাজার হেক্টর কৃষিজমি উধাও!
গত আট বছরে দেশের শস্য ভাণ্ডারখ্যাত নাটোরের কৃষিজমি কমেছে প্রায় সাড়ে আট হাজার হেক্টর। অন্যদিকে, একই সময়ে তিন ও চার ফসলি উর্বর আবাদি জমিতে অপরিকল্পিত পুকুর হয়েছে প্রায় দ্বিগুণ।
গত আট বছরে দেশের শস্য ভাণ্ডারখ্যাত নাটোরের কৃষিজমি কমেছে প্রায় সাড়ে আট হাজার হেক্টর। অন্যদিকে, একই সময়ে তিন ও চার ফসলি উর্বর আবাদি জমিতে অপরিকল্পিত পুকুর হয়েছে প্রায় দ্বিগুণ।
দ্য ডেইলি স্টারের সাংবাদিক বুলবুল আহমেদ গিয়েছেন ঘটনাস্থলে। সেখানকার বর্তমান অবস্থা ও তার অভিজ্ঞতার ভিত্তিতে আজকের স্টার অন দ্য স্পট।
Comments