রবির বিরুদ্ধে মামলা করবে নজরুল পরিবার
গত ২৫ মে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়েছেন নানাজন। আবেগ ও ভালোবাসায় কবিকে স্মরণ করেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড তার জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ফেসবুকে ব্যবহার করেছে।
ভুল ছবি ও অনুমতি ছাড়া গান ব্যবহার এবং রয়্যালটি না দেওয়ায় ক্ষুদ্ধ হয়েছেন কবির স্বজন। এসব অভিযোগে তারা রবির বিরুদ্ধে মামলা করার কথাও ভাবছেন।
আজ শনিবার সকালে কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জন্মদিনের পরের দিন রবির ফেসবুক পেইজে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। সেখানে ব্যবহার করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তরুণ বয়সের একটি ছবি। যা মানা যায় না, অপ্রত্যাশিত। এতে দুই কবিকে ছোট করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টির সব কিছু ব্যবহার হয় অবাধে। যা অত্যান্ত দুঃখজনক। মনে হয় নজরুল এতিম। কেউ দেখার নেই, বলার নেই। যে যেভাবে পারছে অপব্যবহার করেই যাচ্ছে।’
গতকাল রবি অফিসিয়াল ফেসবুক পেইজে দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, ‘গত ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের সংশ্লিষ্ট এজেন্সি রবির ফেসবুক পেইজের একটি পোস্টে ভুল ছবি প্রকাশ করে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। বিষয়টি নজরে আসার সাথে সাথে আমরা পোস্টটি সরিয়ে নিয়েছি।’
এ বিষয়ে খিলখিল কাজী বলেন, ‘রবি অফিসিয়ালি আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। এর মধ্যে কাল রাতে চার জন এসেছে না জানিয়ে, না যোগাযোগ করে। বলে রবি থেকে উপহার নিয়ে এসেছি। এর মানে কি! তারা বছরের পর বছর দাদুর গান-কবিতা বাণিজ্যিকভাবে ব্যবহার করছে অনুমতি ছাড়া। কেবল রবি না, কোনো মোবাইল অপারেটর কোম্পানিই অনুমতি নেয় না, রয়্যালটি দেয় না। এরা কি নিয়ম-কানুন জানে না, না মানতে চায় না? আমি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আলাপ করে দ্রুত আইনগত প্রক্রিয়ায় যাওয়ার কথা ভাবছি। আমাদের উকিলের সঙ্গে পরামর্শ করেছি।’
রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম ডেইলি স্টারকে বলেন, ‘আমরা ইতোমধ্যে এ বিষয়ে দুঃখ প্রকাশ করে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছি। এরপর প্রয়োজন হলে আমরা কবির পরিবারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করে বিষয়টি পরিষ্কার করব।’
Comments