সাকিবের মিশন এখন মোহামেডানকে ‘উপরে রাখা’
শ্রীলঙ্কা সিরিজ শেষ, বোলিংয়ে মাঝারি পারফর্ম করলেও ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের সফলতম ক্রিকেটারের সামনে এবার ঘরোয়া ক্রিকেটের চ্যালেঞ্জ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়কত্ব পাওয়ার পর জানালেন, ঐতিহ্যবাহী ক্লাবটির দীর্ঘ শিরোপা খরা কাটাতে চান তিনি।
গত বছর করোনাভাইরাসের কারণে দুই রাউন্ডের পরই বন্ধ হয়ে যায় ঢাকা প্রিমিয়ার লিগ। লম্বা বিরতির পর সোমবার থেকে শুরু হচ্ছে অসমাপ্ত লিগ। তবে সূচি জটিলতায় বদলে গেছে ফরম্যাট। ওয়ানডের বদলে খেলা হবে টি-টোয়েন্টিতে।
আগের বছর নিষিদ্ধ থাকায় দলে না থাকলেও এবার বিশেষ সুবিধা নিয়ে ফিরেছেন সাকিব। তাকে দলে নিয়েছে মোহামেডান।
শনিবার রাজধানীর একটি হোটেলে মোহামেডানের জার্সি উন্মোচন আয়োজনে উপস্থিত ছিলেন শীর্ষ এই অলরাউন্ডার। এই অনুষ্ঠানে জানান, আগামী কদিন মোহামেডানকে ঘিরেই থাকবে তার সব পরিকল্পনা, ‘লক্ষ্য তো অবশ্যই থাকবে যেন তালিকার ওপরে থাকতে পারি। কিন্তু লিগটা আসলে অনেক বড়। এখানে ম্যাচ বাই ম্যাচ যাওয়াটাই গুরুত্বপূর্ণ।’
রোববার দুপুর দেড়টায় বিকেএসপির চার নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মোহামেডান। ফরম্যাটের কারণেই সাকিব কোন দলকেই হালকা করে দেখছেন না। তার লক্ষ্য একটা ভালো শুরুর, ‘আমাদের প্রথম লক্ষ্য প্রথম ম্যাচটা , যেহেতু একের পর এক খেলা এবং টি-টোয়েন্টিতে ধারাবাহিকতাটা ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। কাজেই আমরা যদি প্রথম ম্যাচেই ছন্দ পেয়ে যাই এবং এটা ধরে রাখতে পারলে ভাল হয়। যেহেতু টি-টোয়েন্টি ক্রিকেট এখানে বড় দল ছোট দল খুব একটা পার্থক্য রাখে না, দিনে যে ভাল খেলবে সেই জিতবে। তো সেই জায়গা থেকে ধারাবাহিকতা পাওয়া খুব গুরুত্বপূর্ণ। চেষ্টা থাকবে আমরা যেন প্রথম ম্যাচেই ছন্দ পেয়ে যাই এবং সেটা ধরে রাখতে পারি।’
এক যুগের বেশি সময় ধরে ঢাকা লিগের শিরোপা জিততে পারেনি মোহামেডান। সাকিব আশা করছেন দীর্ঘ সেই আক্ষেপ এবার ঘোচাতে পারবেন তারা, ‘অবশ্যই মোহামেডানের মতো ক্লাবের জন্য এটা হতাশাজনক ব্যাপার। কিন্তু আমি নিশ্চিত যে কমিটিতে যারা নতুন এসেছেন তারা সাধ্যমতো চেষ্টা করবে এ বছর এবং এখন থেকে প্রতি বছর যেন ট্রফি আনতে পারে, শুধু ক্রিকেটে না অন্য যে খেলাগুলোতে অংশ নেয় সবগুলোতে। শক্তিশালী দল গঠন করবে এবং ট্রফি জেতার ইচ্ছা তাদের থাকবে।’
Comments