ভারতে ৪৬ দিনের মধ্যে সর্বনিম্ন, ২৪ ঘণ্টায় শনাক্ত ১৬৫৫৫৩
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিন হাজার ৪৬০ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে তিন লাখ ২৫ হাজার ৯৭২ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক লাখ ৬৫ হাজার ৫৫৩ জনকে শনাক্ত করা হয়েছে। যা গত ৪৬ দিনের মধ্যে সর্বনিম্ন। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন দুই কোটি ৭৮ লাখ ৯৪ হাজার ৮০০ জন।
আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ২০ লাখ ৮০ হাজার ৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই লাখ ৭৬ হাজার ৩০৯ জন। মোট সুস্থ হয়েছেন দুই কোটি ৫৪ লাখ ৫৪ হাজার ৩২০ জন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মোট সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় ও রাজস্থান।
মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ২৯৫ জনকে শনাক্ত হয়েছে। এ ছাড়াও, কর্ণাটকে ২২ হাজার ৬২৮ জন, কেরালায় ২৩ হাজার ৫১৩ জন, তামিলনাড়ুতে ৩০ হাজার ১৬ জন, উত্তর প্রদেশে দুই হাজার ১৪ জন, অন্ধ্রপ্রদেশে ১৩ হাজার ৭৫৬ জন, দিল্লিতে ৯৫৬ জন, পশ্চিমবঙ্গে ১১ হাজার ৫১৪ জন, ছত্তিশগড়ে দুই হাজার ৪৩৭ জন ও রাজস্থানে দুই হাজার ৩১৪ জনকে শনাক্ত করা হয়েছে।
Comments